খুঁজুন
শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ, ১৪৩১

আমরা কষ্টে আছি, কারখানায় যেতে ভয় লাগেঃ প্রাণ গ্রুপের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৮:০৩ অপরাহ্ণ
আমরা কষ্টে আছি, কারখানায় যেতে ভয় লাগেঃ প্রাণ গ্রুপের চেয়ারম্যান

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী বলেছেন, আমরা কষ্টে আছি। আজকে আমার কারখানায় যেতে ভয় লাগে। ভয় লাগে এই জন্য যে আমি কী নিজের জীবন নিয়ে বের হয়ে আসতে পারব?।

শনিবার (৫ অক্টোবর) ঢাকা চেম্বার আয়োজিত ‘বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ’ শীর্ষক এক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি।

আহসান খান চৌধুরী বলেন, এভাবে ব্যবসায়ীরা যদি নিজেদের কারখানায় যেতে শঙ্কিত হন, তাহলে তাঁরা আগামী দিনে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না। বর্তমান পরিস্থিতিতে যাঁরা শিল্পাঞ্চলে অসন্তোষ উসকে দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান আহসান খান চৌধুরী।

তিনি বলেন, ‘বর্তমানে যাঁরা আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতায় অন্যায় সুযোগ নেওয়ার চেষ্টা করছেন, তাঁদের শিক্ষা দিতে হবে। আমাদের দেশে কখনোই ‘‘দিতে হবে, দিতে হবে’’, ‘‘দাবি মানতে হবে’’—এমন সংস্কৃতি ছিল না। আমরা বিগত দিনে কারখানাগুলোতে শান্তিপূর্ণভাবে কাজ করেছি। আমরা সেই সংস্কৃতি ফিরে পেতে চাই।’

তিনি আরও বলেন, ‘ব্যবসা পরিচালনার জন্য আইনশৃঙ্খলার উন্নতি একটি মৌলিক বিষয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে আগামী দিনে অসংখ্য মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে।’

ব্যাংক ঋণে ১৪ থেকে ১৫ শতাংশ সুদ দিয়ে ব্যবসা করে বিশ্বের কোনো দেশে মুনাফা করা যায় না। এ পরিমাণ সুদে ঋণ নিয়ে ব্যবসা করা ছোট বা বড় কারও পক্ষেই সম্ভব নয়। অর্থায়নের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা দরকার বলে জানিয়েছেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর।

তিনি বলেন, সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) বন্ধ। এফডিআই খুবই গুরুত্বপূর্ণ। শুধু ডলারের জন্য নয়, বিদেশি বিনিয়োগের মাধ্যমে বৈশ্বিক সরবরাহব্যবস্থায় যুক্ত হওয়া যায়। রপ্তানি পণ্যের বাড়তি দাম পাওয়া যায়। বর্তমানে যেসব বিদেশি প্রতিষ্ঠান আছে, তাদের সমস্যাগুলোর সমাধান করলেই বিদেশি বিনিয়োগের দরজা খুলবে।

প্রশাসন পুরোপুরি কাজ করছে না, এমন দাবিও করেন সৈয়দ নাসিম মঞ্জুর। তিনি বলেন, ‘প্রশাসন পুরোপুরি কাজ করছে না। চাকরি থাকবে কি থাকবে না, নতুন করে আবার কী বের হয়ে আসে—এমন সব কারণে কাজ করতে চাচ্ছেন না অনেকে। ফলে সরকারকে দৃঢ়তার সঙ্গে কর্মকর্তাদের বার্তা দিতে হবে।’

আরো পড়ুন:  শ্রীলংকাকে ২৮৭ রানের টার্গেট দিল টাইগাররা

তিনি আরও বলেন, ‘শুধু প্রবাসী আয় এবং দাতাদের ঋণ ও সহায়তায় দেশ চলবে না। ব্যবসায়ীদেরও অন্তর্ভুক্ত করতে হবে। তাঁদের (ব্যবসায়ীদের) কথা বলার একটা জায়গা লাগবে। সরকারকে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে হবে।’

সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ। এ সময় বক্তব্য দেন শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি শামস মাহমুদ, বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ।

সেমিনারে ব্যবসায়ী নেতারা ব্যবসায়ের অনুকূল পরিবেশ সৃষ্টির ওপর জোর দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। তাঁরা বলেন, বর্তমান সরকারকে ব্যবসায়ী মহলের সঙ্গে আলাপ-আলোচনা বাড়াতে হবে।

কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে পাবজি খেলারত তিন কিশোরের করুন মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ণ
কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে পাবজি খেলারত তিন কিশোরের করুন মৃত্যু

তিন জনেরই কানে ছিল হেডফোন। বাইরের জগতে কী হচ্ছে না হচ্ছে, সে বিষয়ে কারও খেয়াল ছিল না তিন তরুনের। রেললাইনের ওপরে বসে একমনে মোবাইল গেম খেলছিল তারা।

আচমকা ট্রেন এসে পড়ায় রেললাইনের ওপরেই মৃত্যু হয়েছে তিন জনের। তাদের শরীরের ওপর দিয়ে চলে গেছে ট্রেনের চাকা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যে।

শুক্রবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যম বলছে, বিহারের পশ্চিম চম্পারন জেলায় ঘটা এই মর্মান্তিক ঘটনায় নিহত তিন কিশোর হচ্ছে— ফুরকান আলম, সমীর আলম এবং হাবিবুল্লাহ আনসারী। পুলিশ সূত্রে জানা গেছে তারা তিন জনেই রেললাইনের ধারের বস্তি এলাকার বাসিন্দা। অবশ্য ঠিক কোন পরিস্থিতিতে এমন দুর্ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বৃহস্পতিবার রেললাইনের একেবারে মাঝ বরাবর বসেছিল তিন কিশোর। কানে হেডফোন দিয়ে মোবাইল গেমে বুঁদ হয়ে ছিল তারা। দ্রুত গতিতে ছুটে আসা ট্রেনের শব্দও তাই শুনতে পায়নি তারা। ট্রেন একেবারে কাছে চলে আসার পর আর কিছু করার ছিল না। ফলে তিনজনই একসঙ্গে ট্রেনে কাটা পড়ে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান ওই কিশোরদের পরিবারের সদস্যরা। লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান তারা। পরে ঘটনাস্থলে পৌঁছায় রেলপুলিশও।

এ বিষয়ে এসডিপিও বিবেক দীপ বলেন, “মৃতদের পরিবারের সঙ্গে কথা বলে ময়নাতদন্তের জন্য তাদের লাশ পাঠানোর ব্যবস্থা করছি। পরিবারের সদস্যদের বক্তব্যও রেকর্ড করা হবে। কোন পরিস্থিতিতে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হবে।”

তিনি আরও বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে— রেললাইনে বসে মোবাইল ফোনে গেম খেলছিলেন তারা।”

এদিকে অনিরাপদ পরিবেশে বিশেষ করে রেলপথে মোবাইল গেম খেলার বিপদ সম্পর্কে উদ্বেগ দেখা দিয়েছে। অভিভাবকদের তাদের শিশুদের গেমিং অভ্যাস নিরীক্ষণ করার জন্য এবং ভবিষ্যতে এই ধরনের ট্র্যাজেডি রোধ করতে পাবলিক স্পেসে সতর্ক থাকার গুরুত্ব সম্পর্কে তাদের সচেতন করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

আরো পড়ুন:  চীনের সঙ্গে বন্ধু হিসেবে কাজ করবে সরকারঃ পররাষ্ট্র উপদেষ্টা
শীর্ষ সংবাদ:
কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে পাবজি খেলারত তিন কিশোরের করুন মৃত্যু মুন্সীগঞ্জে কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় নিহত দুই কুমিল্লা ও সিলেটে ভূমিকম্প প্রেসিডেন্ট ইউন সুককে গ্রেফতারে বাসভবনে দক্ষিণ কোরিয়ান আইনশৃঙ্খলা বাহিনী আমদানি ও রপ্তানির সকল কার্যক্রম অনলাইনে করার উদ্যোগ শেখ হাসিনার প্রেস সচিবের ‍একাউন্টে ৩৮৬ কোটি টাকা হিমালয়কন্যা পঞ্চগড়ের তাপমাত্রা ৮ ডিগ্রি কেয়া গ্রুপের চেয়ারম্যান ও সাউথইস্ট ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের দুই মামলা হালনাগাদকৃত ১৮ লাখ ভোটারের তথ্য প্রকাশ করা হবেঃ ইসি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল সরকার নিত্যপণ্যের শুল্ক জিরো করা হয়েছেঃ অর্থ উপদেষ্টা সোনালী ব্যাংকে বেক্সিমকোর ১ হাজার ৬০০ কোটি টাকা খেলাপি ঋণ! দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৯.৮ ডিগ্রি সেলসিয়াস অধিনায়কত্ব ছাড়লেন শান্ত বিএফআইইউ’র সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে দুদকের মামলা দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড দরবৃদ্ধির শীর্ষে রূপালী ব্যাংক পিএলসি লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা পিএলসি ডিসেম্বরে রপ্তানি আয় ৪৬২ কোটি ৭৪ লাখ মার্কিন ডলার অনুপযুক্ত ২২৭ জন পুনর্বিবেচনার জন্য আবেদনের সুযোগ পাবেন