খুঁজুন
শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ, ১৪৩১

মধ্যরাতে চট্টগ্রামে আওয়ামী লীগের মিছিল

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ণ
মধ্যরাতে চট্টগ্রামে আওয়ামী লীগের মিছিল

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার জামালখান এলাকায় মধ্যরাতে হঠাৎ বিক্ষোভ করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। শুক্রবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে ২০ থেকে ৩০ জন লোক সড়কে নেমে বিক্ষোভ শুরু করে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, মিছিলটিতে অংশ নেওয়া বেশিরভাগই তরুণ। কয়েকটি মোটরসাইকেলযোগে তারা জামালখান মোড় এলাকায় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এবং ‘শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এদের কারও কারও হাতে আগ্নেয়াস্ত্র ছিল। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মিছিলের তিনটি ভিডিও শুক্রবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে শেয়ার করে লেখা হয়, চট্টগ্রামে জয়বাংলা স্লোগানে প্রকম্পিত রাজপথ। অন্যায়, অত্যাচার, নির্যাতন করে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের দমিয়ে রাখা যায় না।

এদিকে হঠাৎ আওয়ামী লীগের মিছিলের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা জানান পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে এ কর্মসূচি পালনের দুঃসাহস দেখিয়েছে আওয়ামী লীগ। কারণ অস্ত্র হাতে ছাত্র-জনতার ওপর হামলায় নেতৃত্ব দিয়েছেন এরকম সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ছাত্র-জনতার এক গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন হয়। এর একদিন আগে অর্থাৎ ৪ আগস্ট চট্টগ্রামের রাজপথে সর্বশেষ প্রকাশ্যে আওয়ামী লীগকে দেখা গেছে। প্রায় আড়াইমাস পর কোনো কর্মসূচি পালন করতে দেখা গেল দলটিকে।

আরো পড়ুন:  নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম জয়

কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে পাবজি খেলারত তিন কিশোরের করুন মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ণ
কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে পাবজি খেলারত তিন কিশোরের করুন মৃত্যু

তিন জনেরই কানে ছিল হেডফোন। বাইরের জগতে কী হচ্ছে না হচ্ছে, সে বিষয়ে কারও খেয়াল ছিল না তিন তরুনের। রেললাইনের ওপরে বসে একমনে মোবাইল গেম খেলছিল তারা।

আচমকা ট্রেন এসে পড়ায় রেললাইনের ওপরেই মৃত্যু হয়েছে তিন জনের। তাদের শরীরের ওপর দিয়ে চলে গেছে ট্রেনের চাকা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যে।

শুক্রবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যম বলছে, বিহারের পশ্চিম চম্পারন জেলায় ঘটা এই মর্মান্তিক ঘটনায় নিহত তিন কিশোর হচ্ছে— ফুরকান আলম, সমীর আলম এবং হাবিবুল্লাহ আনসারী। পুলিশ সূত্রে জানা গেছে তারা তিন জনেই রেললাইনের ধারের বস্তি এলাকার বাসিন্দা। অবশ্য ঠিক কোন পরিস্থিতিতে এমন দুর্ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বৃহস্পতিবার রেললাইনের একেবারে মাঝ বরাবর বসেছিল তিন কিশোর। কানে হেডফোন দিয়ে মোবাইল গেমে বুঁদ হয়ে ছিল তারা। দ্রুত গতিতে ছুটে আসা ট্রেনের শব্দও তাই শুনতে পায়নি তারা। ট্রেন একেবারে কাছে চলে আসার পর আর কিছু করার ছিল না। ফলে তিনজনই একসঙ্গে ট্রেনে কাটা পড়ে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান ওই কিশোরদের পরিবারের সদস্যরা। লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান তারা। পরে ঘটনাস্থলে পৌঁছায় রেলপুলিশও।

এ বিষয়ে এসডিপিও বিবেক দীপ বলেন, “মৃতদের পরিবারের সঙ্গে কথা বলে ময়নাতদন্তের জন্য তাদের লাশ পাঠানোর ব্যবস্থা করছি। পরিবারের সদস্যদের বক্তব্যও রেকর্ড করা হবে। কোন পরিস্থিতিতে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হবে।”

তিনি আরও বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে— রেললাইনে বসে মোবাইল ফোনে গেম খেলছিলেন তারা।”

এদিকে অনিরাপদ পরিবেশে বিশেষ করে রেলপথে মোবাইল গেম খেলার বিপদ সম্পর্কে উদ্বেগ দেখা দিয়েছে। অভিভাবকদের তাদের শিশুদের গেমিং অভ্যাস নিরীক্ষণ করার জন্য এবং ভবিষ্যতে এই ধরনের ট্র্যাজেডি রোধ করতে পাবলিক স্পেসে সতর্ক থাকার গুরুত্ব সম্পর্কে তাদের সচেতন করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

আরো পড়ুন:  চা উৎপাদন এবং গ্রহণ বেড়েছেঃপ্রধানমন্ত্রী
শীর্ষ সংবাদ:
কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে পাবজি খেলারত তিন কিশোরের করুন মৃত্যু মুন্সীগঞ্জে কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় নিহত দুই কুমিল্লা ও সিলেটে ভূমিকম্প প্রেসিডেন্ট ইউন সুককে গ্রেফতারে বাসভবনে দক্ষিণ কোরিয়ান আইনশৃঙ্খলা বাহিনী আমদানি ও রপ্তানির সকল কার্যক্রম অনলাইনে করার উদ্যোগ শেখ হাসিনার প্রেস সচিবের ‍একাউন্টে ৩৮৬ কোটি টাকা হিমালয়কন্যা পঞ্চগড়ের তাপমাত্রা ৮ ডিগ্রি কেয়া গ্রুপের চেয়ারম্যান ও সাউথইস্ট ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের দুই মামলা হালনাগাদকৃত ১৮ লাখ ভোটারের তথ্য প্রকাশ করা হবেঃ ইসি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল সরকার নিত্যপণ্যের শুল্ক জিরো করা হয়েছেঃ অর্থ উপদেষ্টা সোনালী ব্যাংকে বেক্সিমকোর ১ হাজার ৬০০ কোটি টাকা খেলাপি ঋণ! দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৯.৮ ডিগ্রি সেলসিয়াস অধিনায়কত্ব ছাড়লেন শান্ত বিএফআইইউ’র সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে দুদকের মামলা দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড দরবৃদ্ধির শীর্ষে রূপালী ব্যাংক পিএলসি লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা পিএলসি ডিসেম্বরে রপ্তানি আয় ৪৬২ কোটি ৭৪ লাখ মার্কিন ডলার অনুপযুক্ত ২২৭ জন পুনর্বিবেচনার জন্য আবেদনের সুযোগ পাবেন