খুঁজুন
শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ, ১৪৩১

খান ব্রাদার্সের পর্ষদ সভা ১৫ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ৬:১৬ অপরাহ্ণ
খান ব্রাদার্সের পর্ষদ সভা ১৫ নভেম্বর

খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রান্তিক সংক্রান্ত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৫ নভেম্বর বিকাল ৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আরো পড়ুন:  পুঁজিবাজারে সুবাতাস, লেনদেন ১ হাজার ৯৫৬ কোটি টাকা

প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব

শোডাউন করতে গিয়ে যুবলীগের দুই কর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ৭:২৯ পূর্বাহ্ণ
শোডাউন করতে গিয়ে যুবলীগের দুই কর্মী গ্রেফতার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গ্রেপ্তার দুইজন (ইনসেটে)।

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগের গুজব শুনে নোয়াখালীর চাটখিলে যুবলীগের নেতাকর্মীরা শোডাউন করেছিলেন। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই গুজব ছড়ান বিদেশে থাকা আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  আজ তাদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের জমাদার বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে ইব্রাহিম খলিল ওরফে রাসেল (৪২) ও একই গ্রামের ইসমাইল বেপারী বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে গোলাম কিবরিয়া ওরফে লিটন(৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ফেসবুকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগের গুজব শুনে শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে শোডাউন করে যুবলীগের একদল নেতাকর্মী। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। রাসেল মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য ও লিটন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।

এদিকে শোডাউনের পর ইউনূস সরকারের পদত্যাগের বিষয়টি গুজব বুঝতে পেরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজিম মিজি নামের স্থানীয় যুবলীগ নেতা লেখেন, “আপনারা গুজব ছড়ান। দুঃখ জনক হলেও সত্য আপনারা সাধারণ কর্মীদের সমস্যা বুঝেন না, তাদের খোঁজ নেন না। একটা বারও কি ভাবেন, কয়েক কোটি ভক্ত সমর্থক কেমন আছে? তারা আপনাদের কাছে কি চায়? লজ্জা হয় না আপনাদের? কোন মুখে আপনারা এসব গুজব ছড়িয়ে কর্মীদের বিপদে ফেলেন? আপনাদের শিক্ষা হওয়া উচিত, তেল মেরে মেরে কেন্দ্রীয় পদ-পদবী পেয়ে কোটি টাকা কামিয়ে বিদেশে পড়ে আছেন, এসব বাদ দিয়ে এবার দেশ ও দল নিয়ে একটু ভাবেন।”

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “শোডাউনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।”
আরো পড়ুন:  পুঁজিবাজারে সূচকের পতনে চলছে লেনদেন
শীর্ষ সংবাদ:
শোডাউন করতে গিয়ে যুবলীগের দুই কর্মী গ্রেফতার খুলনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি বাংলদেশের সঙ্গে বাংলাদেশি এক  তরুণীকে ধর্ষণের পর হত্যা সাবেক এমপিদের ২৪ গাড়ির নিলাম আগামী সপ্তাহে নিজেদের চেহারা আয়নায় দেখুনঃ মির্জা আব্বাস ৩ ফেব্রুয়ারি থেকে বেসরকারি মেডিকেল কলেজে আবেদন শুরু যারা আল্লাহকে ভয় করে তাদের কাছে দেশ নিরাপদঃ জামায়াতের আমির স্মারকলিপি জমা দিতে পারেননি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা গণপরিষদ নির্বাচনের মধ্যেই বাংলাদেশের ভবিষ্যতঃ জাতীয় নাগরিক কমিটি বায়ুদূষণের শীর্ষে ঢাকা বিএসএফ বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ জারি করেছে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে শিক্ষকদের পদযাত্রা খালেদা জিয়া বাসায় ফিরবেন আজ রোকেয়া সরণি থেকে বিজয় সরণির দিকে যানবাহন মোড় নিতে পারবে না নির্বাচন কমিশনে নিয়োগঃ পরীক্ষা না দিয়ে পাশ ৭৪৭ জন সোনার বাংলা কথাসাহিত্য সম্মাননা পাচ্ছেন শাহমুব জুয়েল সী পার্ল বিচ রিসোর্টের পর্ষদ সভার তারিখ ঘোষণা বসুন্ধারা পেপার মিলসের পর্ষদ সভার তারিখ ঘোষণা এমজেএল বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা