খুঁজুন
শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ, ১৪৩১

ভোট উৎসবে হরতালকারীদের খুঁজে পাওয়া যাবে নাঃ আইজিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪, ৩:১১ অপরাহ্ণ
ভোট উৎসবে হরতালকারীদের খুঁজে পাওয়া যাবে নাঃ আইজিপি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের জন্য পুলিশ বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, এ দেশের মানুষ নির্বাচনমুখী এবং নির্বাচনের জন্য দেশবাসী উন্মুখ হয়ে আছে। দলে দলে মানুষ ভোটকেন্দ্রে ভোট দিতে যাবে। ভোট উৎসবে হরতালকারীদের খুঁজে পাওয়া যাবে না বলেই আমার মনে হয়।’

শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য পুলিশ বাহিনী প্রস্তুতি সম্পন্ন করেছে। সবাই মিলে উৎসবমুখর পরিবেশে নির্বাচন উপহার দেওয়ার জন্য পুলিশ বাহিনী ইতোমধ্যে প্রস্তুত রয়েছে। প্রতিটি সদস্যকে আমরা ব্রিফ করেছি তাদের দায়িত্ব সম্পর্কে। আমরা সবার সহযোগিতায় প্রস্তুতি পর্ব সম্পন্ন করেছি। আমরা সারা দেশের ৪২ হাজার ২৫টি ভোটকেন্দ্র নিরাপদ রাখতে কাজ করে যাব।’

তিনি বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার চেষ্টা করলে এর ফল ভালো হবে না। আমরা তাৎক্ষণিক নাশকতাকারীদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।’

‘সম্প্রতি মাগুরায় ছাত্রদলের একজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচনকেন্দ্রীক সহিংসতা ঘটানোর বেশ কিছু তথ্য তার কাছ থেকে পাওয়া গেছে। সহিংসতা-নাশকতা করার জন্য তাদের বেশ কিছু পরিকল্পনার বিষয়ে আমরা জানতে পেরেছি। সেই আলোকে আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। এ বিষয়ে আরও তথ্য সংগ্রহ করছি। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায় থেকে নাশকতাকারীদের বিষয়ে প্রতিনিয়ত আমরা তাদের ইনফরমেশন পাচ্ছি। আমরা আশা করি, তারা যত পরিকল্পনাই করুক, আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।’

‘গ্রেপ্তার ওই ছাত্রদল নেতা নাশকতাকারীরা পরিকল্পনা করেছিল যে, বিকট কিছু আওয়াজ সৃষ্টি করে মানুষের মনে ভীতি তৈরি করবে। এই তথ্য আমরা পেয়েছি। আমরা আমাদের পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছি। আমি আশা করি এই ধরনের ভীতি সঞ্চার তারা করতে পারবে না। দেশের মানুষ সবাই মিলে যেভাবে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও নাশকতার বিরুদ্ধে আমাদেরকে সহায়তা করেছে, এবারও সেভাবে নাশকতাকারীদের দমন করা হবে।’

আরো পড়ুন:  কড়া নিরাপত্তায় সুপ্রিমকোর্ট বারের ভোট গণনা শুরু

আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘আমি দেশের নাগরিকদের আশ্বস্ত করতে চাই  যে, এই দেশের গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট এবং প্রশাসন সবাই মিলে সাফল্যমণ্ডিত নির্বাচনী দায়িত্ব পালনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে কেউ যদি কোনো সুযোগ নেয়, তাহলে কঠোরভাবে তাদের দমন করে আইনের আওতায় আনা হবে।’

তিনি বলেন, ‘দেশের গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট, প্রশাসন, ইসি ও রিটার্নিং কর্মকর্তার অফিসসহ আমাদের সবার মাঝে একটি সুষ্ঠু সমন্বয় রয়েছে। যেকোনো প্রয়োজনে নিকটস্থ থানায় বা পুলিশের জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের টিম সহায়তার জন্য আপনাদের পাশে দ্রুততম সময়ে পৌঁছে যাবে।’

ভোটকেন্দ্রের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হয়েছে

গত নির্বাচনগুলোতে ভার্চুয়ালি গুজব ছড়ানো হয়েছে। এবারের নির্বাচনকে কেন্দ্র করে গুজব ঠেকাতে পুলিশের ভূমিকা কী থাকবে? এ প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘পুলিশের বিভিন্ন ইউনিট সাইবার ওয়ার্ল্ডে কাজ করছে। প্রযুক্তি ব্যবহার করে আমাদের সকল কার্যক্রম পরিচালনা করছি।’

হরতালের বিষয়ে এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, ‘এ দেশের মানুষ নির্বাচনমুখী এবং নির্বাচনের জন্য দেশবাসী উন্মুখ হয়ে আছে। দলে দলে মানুষ ভোটকেন্দ্রে ভোট দিতে যাবে। ভোট উৎসবে হরতালকারীদের খুঁজে পাওয়া যাবে না বলেই আমার মনে হয়।’

ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সকল কেন্দ্রের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রেখেছি। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী সকলে একসঙ্গে একযোগে কাজ করছি। স্থানীয় প্রশাসন, রিটার্নিং অফিসার ও সকল আইনশৃঙ্খলা বাহিনী একযোগে এক প্ল্যাটফর্মে এসে কাজ করছি।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি আসাদুল, রিয়াজুল সম্পাদক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ১:০৭ অপরাহ্ণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি আসাদুল, রিয়াজুল সম্পাদক

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আসাদুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

একই সঙ্গে শাখা সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন যথাক্রমে রিয়াজুল ইসলাম এবং মো. আব্দুল আলিম আরিফ।

সেক্রেটারি আইন বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী এবং সাংগঠনিক সম্পাদক ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় শাখা ছাত্রশিবিরের সব সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়। এ ছাড়া সদস্যদের পরামর্শের ভিত্তিতে সেক্রেটারি মনোনীত হন। শাখা ছাত্রশিবিরের একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

সদ্যনির্বাচিত শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুর ইসলাম বলেন, ইসলামী আন্দোলনের দায়িত্ব বড় কঠিন কাজ। আল্লাহর কাছে অবশ্যই আমাদের এই দায়িত্বের জন্য জবাবদিহি করতে হবে। আমার সব জনশক্তি ভাইদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের ওপর অর্পিত এই কঠিন কাজকে সহজ করে দিয়ে ইসলামী আন্দোলনের খেদমত করার সুযোগ দেন।

আরো পড়ুন:  ‘ভোট হবে উৎফুল্ল মনে, শুধু নৌকায়’
শীর্ষ সংবাদ:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি আসাদুল, রিয়াজুল সম্পাদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি মুহিব, মোস্তাফিজ সেক্রেটারি গত ১৫ বছর যারা ক্ষমতায় ছিল তারা জনগণকে কষ্ট দিয়েছেঃ জামায়াতে আমির কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে পাবজি খেলারত তিন কিশোরের করুন মৃত্যু মুন্সীগঞ্জে কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় নিহত দুই কুমিল্লা ও সিলেটে ভূমিকম্প প্রেসিডেন্ট ইউন সুককে গ্রেফতারে বাসভবনে দক্ষিণ কোরিয়ান আইনশৃঙ্খলা বাহিনী আমদানি ও রপ্তানির সকল কার্যক্রম অনলাইনে করার উদ্যোগ শেখ হাসিনার প্রেস সচিবের ‍একাউন্টে ৩৮৬ কোটি টাকা হিমালয়কন্যা পঞ্চগড়ের তাপমাত্রা ৮ ডিগ্রি কেয়া গ্রুপের চেয়ারম্যান ও সাউথইস্ট ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের দুই মামলা হালনাগাদকৃত ১৮ লাখ ভোটারের তথ্য প্রকাশ করা হবেঃ ইসি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল সরকার নিত্যপণ্যের শুল্ক জিরো করা হয়েছেঃ অর্থ উপদেষ্টা সোনালী ব্যাংকে বেক্সিমকোর ১ হাজার ৬০০ কোটি টাকা খেলাপি ঋণ! দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৯.৮ ডিগ্রি সেলসিয়াস অধিনায়কত্ব ছাড়লেন শান্ত বিএফআইইউ’র সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে দুদকের মামলা দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড দরবৃদ্ধির শীর্ষে রূপালী ব্যাংক পিএলসি