খুঁজুন
শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ, ১৪৩১

নির্বাচনে যত টাকা ব্যয় হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪, ৭:৪০ অপরাহ্ণ
নির্বাচনে যত টাকা ব্যয় হচ্ছে

আগামী ৭ জানুয়ারি দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন আয়োজনে সব মিলিয়ে দুই হাজার কোটি টাকা খরচ হতে পারে। যা এ যাবতকালের সব নির্বাচনের ব্যয়ের চেয়ে বেশি।

শুক্রবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে ইসির প্রস্তাব অনুযায়ী প্রাথমিকভাবে প্রায় দেড় হাজার কোটি টাকা খরচের কথা বলা হলেও শেষ পর্যন্ত নির্বাচনের ব্যয় দুই হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর চাহিদা অনুযায়ী সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২২৫ কোটি ৬২ লাখ টাকা। আর নির্বাচন পরিচালনা খাতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫০ কোটি ৬০ লাখ টাকা।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাসে এবারই প্রথম প্রিজাইডিং-পোলিং অফিসারসহ নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তাদের দুই দিনের সম্মানী ভাতা দেওয়া হবে। এ ছাড়া নির্বাচনে প্রয়োজনীয় অন্যান্য উপকরণের দাম বাড়ার কারণে স্বাভাবিকভাবেই এবার ব্যয় বাড়ছে।

তিনি বলেন, নির্বাচন পরিচালনা ও আইনশৃঙ্খলা খাত মিলিয়ে ব্যয় বেড়ে ২ হাজার থেকে ২ হাজার ২০০ কোটি টাকায় দাঁড়াতে পারে।

এর আগে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে ৭০০ কোটি টাকা বরাদ্দ থাকলেও পরে তা বাড়ানো হয়েছিল। তার আগে, দশম সংসদ নির্বাচনে প্রায় ২৬৪ কোটি ৬৮ লাখ টাকা, নবম সংসদ নির্বাচনে ১৬৫ কোটি টাকা, অষ্টম সংসদ নির্বাচনে ৭২ কোটি ৭১ লাখ টাকা, সপ্তম সংসদ নির্বাচনে ১১ কোটি ৪৭ লাখ টাকা, ষষ্ঠ সংসদ নির্বাচনে ৩৭ কোটি টাকা, পঞ্চম সংসদ নির্বাচনে ২৪ কোটি ৩৭ লাখ টাকা, চতুর্থ সংসদ নির্বাচনে ৫ কোটি ১৫ লাখ টাকা, তৃতীয় সংসদ নির্বাচনে ৫ কোটি ১৬ লাখ টাকা, দ্বিতীয় সংসদ নির্বাচনে ২ কোটি ৫২ লাখ টাকা ব্যয় হয়েছিল। আর ১৯৭৩ সালের ৭ মার্চ দেশের প্রথম সংসদ নির্বাচনে মোট ৮১ লাখ ৩৬ হাজার টাকা ব্যয় হয়।

আরো পড়ুন:  মিশা-ডিপজল কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি আসাদুল, রিয়াজুল সম্পাদক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ১:০৭ অপরাহ্ণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি আসাদুল, রিয়াজুল সম্পাদক

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আসাদুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

একই সঙ্গে শাখা সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন যথাক্রমে রিয়াজুল ইসলাম এবং মো. আব্দুল আলিম আরিফ।

সেক্রেটারি আইন বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী এবং সাংগঠনিক সম্পাদক ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় শাখা ছাত্রশিবিরের সব সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়। এ ছাড়া সদস্যদের পরামর্শের ভিত্তিতে সেক্রেটারি মনোনীত হন। শাখা ছাত্রশিবিরের একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

সদ্যনির্বাচিত শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুর ইসলাম বলেন, ইসলামী আন্দোলনের দায়িত্ব বড় কঠিন কাজ। আল্লাহর কাছে অবশ্যই আমাদের এই দায়িত্বের জন্য জবাবদিহি করতে হবে। আমার সব জনশক্তি ভাইদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের ওপর অর্পিত এই কঠিন কাজকে সহজ করে দিয়ে ইসলামী আন্দোলনের খেদমত করার সুযোগ দেন।

আরো পড়ুন:  কড়া নিরাপত্তায় সুপ্রিমকোর্ট বারের ভোট গণনা শুরু
শীর্ষ সংবাদ:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি আসাদুল, রিয়াজুল সম্পাদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি মুহিব, মোস্তাফিজ সেক্রেটারি গত ১৫ বছর যারা ক্ষমতায় ছিল তারা জনগণকে কষ্ট দিয়েছেঃ জামায়াতে আমির কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে পাবজি খেলারত তিন কিশোরের করুন মৃত্যু মুন্সীগঞ্জে কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় নিহত দুই কুমিল্লা ও সিলেটে ভূমিকম্প প্রেসিডেন্ট ইউন সুককে গ্রেফতারে বাসভবনে দক্ষিণ কোরিয়ান আইনশৃঙ্খলা বাহিনী আমদানি ও রপ্তানির সকল কার্যক্রম অনলাইনে করার উদ্যোগ শেখ হাসিনার প্রেস সচিবের ‍একাউন্টে ৩৮৬ কোটি টাকা হিমালয়কন্যা পঞ্চগড়ের তাপমাত্রা ৮ ডিগ্রি কেয়া গ্রুপের চেয়ারম্যান ও সাউথইস্ট ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের দুই মামলা হালনাগাদকৃত ১৮ লাখ ভোটারের তথ্য প্রকাশ করা হবেঃ ইসি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল সরকার নিত্যপণ্যের শুল্ক জিরো করা হয়েছেঃ অর্থ উপদেষ্টা সোনালী ব্যাংকে বেক্সিমকোর ১ হাজার ৬০০ কোটি টাকা খেলাপি ঋণ! দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৯.৮ ডিগ্রি সেলসিয়াস অধিনায়কত্ব ছাড়লেন শান্ত বিএফআইইউ’র সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে দুদকের মামলা দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড দরবৃদ্ধির শীর্ষে রূপালী ব্যাংক পিএলসি